‘নাটকীয় জয়’ বরিস জনসনের কনজারভেটিভ পার্টির

সব বিশেষজ্ঞ মতামত ও জরিপের আভাসকে ভুল প্রমাণ করে দিয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ‘নাটকীয় জয়’ পেয়েছে কনজারভেটিভ পার্টি। এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বরিস জনসনের দল। ফলে এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন।

5d36d225100a243ef211a3f2

ব্রিটেনের মোট ৬৫০টি আসনের আইনপ্রণেতা নির্বাচন করতে বৃহস্পতিবার ভোট দিয়েছে ভোটাররা। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন পড়ে ৩২৬টি আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২৬টি আসনের প্রাপ্ত ফল অনুযায়ী কনজারভেটিভরা পেয়েছে ৩৪৭টি আসন আর লেবার পার্টির জয় ২০২টিতে।

এরআগে বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ওপর জরিপ প্রকাশ করে বিবিসি আইটিভি ও স্কাই নিউজ। ওই জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পেতে যাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি পাচ্ছে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি আর অন্যরা সবমিলে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।

বুথ ফেরত জরিপেও এমন আভাস মিললেও নির্বাচন শুরুর আগ পর্যন্ত বিভিন্ন জরিপে ঝুলন্ত পার্লামেন্টের আভাস মিলেছিল। বিশেষজ্ঞরাও বলছিলেন তেমন কথাই। তবে সেসব অনুমান মিথ্যা প্রমাণিত হলো।