যুক্তরাষ্ট্র থেকে দুই জিএম শস্য আমদানির অনুমতি চীনের

যুক্তরাষ্ট্র থেকে জেনেটিক্যালি মোডিফায়েড (জিএম) পদ্ধতির দুই শস্য আমদানির অনুমতি দিয়েছে চীন। শস্য দুইটি হচ্ছে সয়াবিন ও পেপে। সোমবার এ সংক্রান্ত অনুমোদন দেয় বেইজিং। একইসঙ্গে পুরনো ১০টি জিএম শস্যের অনুমোদন নবায়ন করা হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের কৃষিজাত আমদানির পরিমাণ আরও বাড়বে। চীনা কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।12
এ মাসের গোড়ার দিকে দুই দেশের মধ্যে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও চীন। ওই সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতোপূর্বে চীনকে আরও স্বচ্ছ, সময়োপযোগী ও বৈজ্ঞানিক পদ্ধতির ওপর ভিত্তি করে তার জিএম ফসল আমদানির আবেদন প্রক্রিয়া পরিবর্তনের আহ্বান জানানো হয়েছিল। মূলত এরপরই নতুন করে মার্কিন দুই জিএম শস্য আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বেইজিং।

প্রাথমিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিজাত পণ্য আমদানিতে সম্মত হয়েছে বেইজিং।

সোমবার চীনে আমদানির অনুমোদন পাওয়া জিএম পদ্ধতির সয়াবিন ও পেপের দুইটি জাতের উন্নয়ন করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও হাওয়াই ইউনিভার্সিটি।