স্বাগত ২০২০, আতশবাজিতে নতুন বছরকে বরণ করলো নিউ জিল্যান্ড

বিশ্বের কোনও বড় শহর হিসেবে সবার আগে ২০২০ সালকে বরণ করে নিলো নিউ জিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন। অকল্যান্ডের কেন্দ্রস্থলে ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।

noname

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর অন্যতম নিউ জিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে।

২০২০ সালকে বরণ করতে অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া লাখো মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।

নিউ জিল্যান্ডেরও আগে নববর্ষকে বরণ করেছে সামোয়া ও ক্রিস্টমাস দ্বীপপুঞ্জ।

পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে ২০১৯ সালকে বিদায় এবং ২০২০ সালকে বরণ করে নেবে পুরো বিশ্ব। প্রশান্ত মহাসাগরের দেশগুলো থেকে শুরু করে এশিয়া, ইউরোপ এবং সর্বশেষ আমেরিকার দেশগুলো নতুন বছরকে বরণ করবে।