ইসরায়েল-আমিরাতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের মাটিতে কোনও প্রতিশোধমূলক হামলা চালালে ওই দুই দেশে পাল্টা হামলা চালাবে তেহরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।noname
ইরানের সেনাবাহিনি আইআরজিসি-র টেলিগ্রাম চ্যানেলে সতর্ক করে বলা হয়েছে, ইরানের মাটিতে বোমা বর্ষণ করা হলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের হাইফা-য় হামলা চালাবে তেহরান।

আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও আমিরাতের শহর দুটিকে গুঁড়িয়ে দিতেই এ হামলা চালানো হবে।

এর আগে ৮ জানুয়ারি ভোরে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পরই ইসরায়েল ও আমিরাতে হামলার এ হুঁশিয়ারি দেয় দেশটি।

এদিকে লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র যদি ইরানকে পাল্টা আঘাত করে তাহলে তারাও ইসরায়েলে হামলা চালাবে।

উল্লেখ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনও সম্পর্ক নেই। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে দেশ দুটির সম্পর্কের ব্যাপক উন্নতির খবর পাওয়া গেছে। এমনকি দীর্ঘ ঐতিহ্য ভেঙে ইসরায়েলগামী বিমানকে নিয়মিত সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে রিয়াদ। গত বছর ইসরায়েলের সঙ্গে আমিরাতের প্রশিক্ষণমূলক মহড়া আলোচনার জন্ম দেয়। দুবাই এক্সপো-২০২০-এও তেল আবিব অংশ নেবে বলে জানা গেছে।