আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার দাবি

আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি। সোমবার বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক বৈঠকে তিনি এমন দাবি তোলেন।
ইব্রাহিম রায়িসি বলেন, ইরানের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আদালতে দেশটির ‘সন্ত্রাসী প্রেসিডেন্ট ট্রাম্পের’ বিচার করতে হবে।

তিনি বলেন, দুনিয়ার সবাই জানে কাসেম সোলাইমানি ছিলেন সন্ত্রাসবাদ মোকাবিলা ও মজলুমের প্রতি সহযোগিতার প্রতীক। এ কারণে তাকে হত্যা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। আইন অনুযায়ী, এই হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব।

বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ ও ইরানের বিচার বিভাগ ‘ট্রাম্পের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের’ শেষ দেখে নেবে বলেও উল্লেখ করেন ইব্রাহিম রায়িসি।

গত ৩ জানুয়ারি বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে হত্যা করা হয়। সূত্র: পার্স টুডে।