সিনেটে যাচ্ছে অভিশংসন বিল, মঙ্গলবার শুরু ট্রাম্পের বিচার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিল উচ্চকক্ষ সিনেটে পাঠাচ্ছে দেশটির প্রতিনিধি পরিষদ। বুধবার পরিষদে এই সংক্রান্ত এক বিল ২২৮-১৯৩ ভোটে পাস হয়। তবে সেখানে ট্রাম্পের বিপাকে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ সিনেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। তারা ইতোমধ্যেই অভিশংসনের বিপক্ষে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন।

b889d5cb1c304c7e8114f4f976fd1607_18

১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নথিতে স্বাক্ষর করেছেন নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। এর পাশাপাশি নথিতে স্বাক্ষর করেছে ডেমোক্র্যাটিক দলীয় আইনপ্রণেতাদের একটি দল। এ দলটিই ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি লড়বে। অভিশংসন নথিতে স্বাক্ষর করার আগে এক সংবাদ সম্মেলনে ন্যান্সি পেলোসি বলেন, ‘আজ আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগে অভিশংসিত হওয়ার নথিগুলো ব্যবস্থাপকরা সিনেটে পেশ করবেন। 

এরই মধ্যে অভিযোগের নথিগুলো সিনেটে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর নাগাদ নথিগুলো থেকে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সিনেট সভায় পড়ে শোনানো হবে বলে জানান রিপাবলিকান দলীয় সিনেট নেতা মিচ ম্যাকোনেল। 

আগামী মঙ্গলবার শুরু হবে এই বিচার প্রক্রিয়া । এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনও প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।