যুক্তরাজ্যের সন্ত্রাসী তালিকায় হিজবুল্লাহ, স্বাগত জানালো ইসরায়েল

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং এর সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এই পদক্ষেপের কারণে ব্রিটেনে থাকা সংগঠনটির সব সম্পদ জব্দ করতে পারবে ব্রিটিশ অর্থমন্ত্রণালয়। বৃহস্পতিবার দেওয়া যুক্তরাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।noname

১৯৮২ সালে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী আইআরজিসি লেবাননে প্রতিষ্ঠা করে শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের অন্যতম ক্ষমতাধর গোষ্ঠী বিবেচিত হয় তারা। যুক্তরাষ্ট্র ও তাদের আরব মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পক্ষে ভূমিকা রেখে থাকে গোষ্ঠীটি।

২০০১ সালে হিজবুল্লাহর বিদেশি নিরাপত্তা ইউনিটকে এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে ব্রিটেন। গত বছর পুরো হিজবুল্লাহকেই ‘নিষিদ্ধ তালিকাভুক্ত’ করে ব্রিটিশ সরকার। এবার তাদের ‘সন্ত্রাসী তালিকাভূক্ত’ করা হলো।

(শুক্রবার) ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে এবং তাদের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। যারা এই নিষেধাজ্ঞার সঙ্গে যারা সহযোগিতা করবে না তাদের ভূমিকাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ব্রিটেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইসরায়েলের জন নিরাপত্তা এবং কৌশল বিষয়ক মন্ত্রী গিলাড এরদান বলেছেন, ইরানি প্রক্সিগুলোর হুমকির বিরুদ্ধে জেগে উঠছে ইউরোপ। তবে ব্রিটেনের এই সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি হিজবুল্লাহ। কোনও আলাদা ইউনিট থাকার কথা স্বীকার করে না গোষ্ঠীটি।