শাবানা আজমির গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়ের

মুম্বাই-পুনে মহাসড়কে দুর্ঘটনার জন্য বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমির গাড়ির চালক অমলেশ যোগেন্দ্র কামাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবারের ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন শাবানা। তবে রক্ষা পান তার স্বামী জাভেদ আখতার।শাবানা আজমির দুর্ঘটনা কবলিত গাড়ি

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে মুম্বাই-পুনে মহাসড়কে শাবানা ও তার স্বামীকে বহনকারী গাড়িটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতত আহত শাবানাকে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে স্থানান্তর করা হয়।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য শাবানার গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাক চালক রাজেশ পান্দুরাং সিন্ধে। অভিযোগে বলা হয়েছে, ‘চালকের বেপরোয়া চালনার কারণে গাড়িটি মুম্বাই-পুনে মহাসড়কে চলন্ত ট্রাকটিকে আঘাত করে। সেকারণেই দুর্ঘটনা ঘটে’।

এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, গুরুতর আহত শাবানা আজমি মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া তার মেরুদণ্ডতেও সামান্য চিড় ধরেছে। বর্তমানে আশঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।