গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট একাতেরিনি

গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একাতেরিনি সাকেল্লারোপোউলু। দেশটির অন্যতম শীর্ষ এই বিচারককে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল দল। বুধবার ৩০০ সদস্যের পার্লামেন্টে ২৬১ জনই তার পক্ষে ভোট দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গ্রিসের বিভক্তির রাজনীতিতে এই ভোটাভুটি বিরল ঐক্যের নিদর্শন হিসেবে আবির্ভূত হয়েছে।একাতেরিনি সাকেল্লারোপোউলু

আগামী মার্চে বর্তমান প্রেসিডেন্ট প্রোকোপিস পাভোলোপোইলুসের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ৬৩ বছর বয়সী একাতেরিনি পরিবেশগত ও সাংবিধানিক আইনের বিশেষজ্ঞ। আগামী ১৩ মার্চ তিনি শপথ নেবেন।

গ্রিসের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সে দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান ও সর্বাধিনায়ক। সরকার ও আইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেন। অবশ্য যুদ্ধ ঘোষণার ক্ষমতা থাকলেও প্রেসিডেন্টকে তা সরকারের সঙ্গে যৌথভাবেই করতে হয়।

উত্তরাঞ্চলীয় শহর জানথি থেকে আসা একাতেরিনি গ্রিসের শীর্ষ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটের প্রথম নারী প্রধান ছিলেন। ২০১৮ সালে তাকে ওই পদে সমর্থন দেয় বামপন্থী সিরিজা পার্টির নেতৃত্বাধীন সরকার। গত বছরের জুলাইয়ে নিউ ডেমোক্র্যাসি পার্টির কাছে ক্ষমতা হারায় দলটি।

সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়ে একাতেরিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরিবেশ সুরক্ষা নিয়ে বেশ কয়েকটি গবেষণাপত্র লিখেছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের অল্প কয়েকটি দেশে নেতৃত্ব দেওয়া নারীদের তালিকায় ঢুকলেন একাতেরিনি। জার্মানিতে চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল ফোর্বসের হিসেবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী। ২০০৫ সালে প্রথমবার নির্বাচিত হওয়া ম্যার্কেল পর্যায়ক্রমে নির্বাচিত হয়ে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন।

বেলজিয়ামের রাজা ফিলিপ ২০১৯ সালের অক্টোবরে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৪৪ বছর বয়সী সোফি উইলিয়ামসকে নিয়োগ দেন। দেশটির প্রধানমন্ত্রী পদে প্রথম নারীও তিনি।  ২০১৫ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ৫১ বছর বয়সী কোলিন্ডা গ্রাবার কিটারোভিক।

২০১৬ সালের অক্টোবরে এস্তোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন ইইউ এর সাবেক নিরীক্ষক কেরস্তি কালজুলেইড। স্লোভেকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা ২০১৯ সালের জুনে দায়িত্ব নেন। একইসময়ে ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন মেত্তে ফ্রেডেরিকসেন।  ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে ফিনল্যান্ডের দায়িত্ব নেন সান্না মারিন।