করোনা ভাইরাস নিয়ে জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকানোর পদক্ষেপ নির্ধারণ করতে বিশেষ বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বেইজিংয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সম্প্রতি করোনা ভাইরাস থেকে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

106355976-1580065301929gettyimages-1202063237

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া নতুন করোনা ভাইরাসটি ইতোমধ্যেই সে দেশের রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

নতুন এই ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ায় শুধু চীন নয় পুরো বিশ্বেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উহান শহর সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি বলেন, ‘আমি আপনাদের সাহস দিতে এসেছি।’ রবিবার রাত পর্যন্ত সেখানে এই ভাইরাসের আক্রান্ত আরও ১ হাজার জনের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। অন্য শহর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে উহানকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানোম গত সপ্তাহে চীনের প্রতি আহ্বান জানান যেন এই অচলাবস্থা যেন দীর্ঘমেয়াদি না হয়।

রবিবার নিজের চীন সফরের কথা ঘোষণা করে টেড্রোস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ২৪ ঘণ্টাই সহায়তা করছে। তিনি বলেন, আমার সহকর্মীরা ও আমি চাই যে আপনার বুঝুন যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। সাম্প্রতিক এই সংকটে আমরা তাদের পাশে থাকতে চাই।

এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এখনই বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণার সময় আসেনি।