ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব: পূজা ভাট

ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের কঠোর সমালোচনা করেছেন দেশটির খ্যাতনামা অভিনেত্রী পূজা ভাট। তিনি বলেছেন, কোনোভাবেই এই আইন সমর্থন করা যায় না। এই বিভাজন মেনে নেওয়া যায় না। সময় এসেছে, সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার। ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব। সোমবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।noname
এই বলিউড তারকা বলেন, নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝিয়ে দিচ্ছে বর্তমান শাসক দল আসলে আমাদের এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, চুপ করে থাকা কোনও সমাধান নয়। এই যে শিক্ষার্থীরা গর্জে উঠছে, শাহিনবাগ ও লখনৌতে নারীরা রাজপথে নেমেছেন; তাদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তোলা দরকার। তবেই এই প্রতিবাদ একটা রূপ পাবে। এ আইন নিয়ে নীরবতা যেমন আমাদের বাঁচাতে পারবে না, তেমনি এই আন্দোলনের রেশ থেকে সরকারও রক্ষা পাবে না।

পূজা ভাট বলেন, জনগণের কাছ থেকে যে আওয়াজ উঠছে তাতে কান দিতে আমাদের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। পরিষ্কার ঘোষণা না আসা পর্যন্ত আমরা থামবো না। সবাইকে আরও জোরালো আওয়াজ তোলার অনুরোধ করছি।

তিনি বলেন, আমি সিএএ-এনআরসি সমর্থন করি না। কারণ, এটি আমার ঘর ভাঙছে।

মুম্বাইয়ের ওই অনুষ্ঠান শেষে বক্তারা মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিদের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জি ও নাগরিক নিবন্ধন নিয়ে ৩০ দিনের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চাওয়া হয়েছে।