টেক্সাসে বন্দুক হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে সোমবার এক বন্দুক হামলায় দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছে। আহতকে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি।noname

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এক বন্দুক হামলায় ১৭ শিক্ষার্থী নিহত হওয়ার পর নতুন করে সামনে আসে আগ্নেয়াস্ত্র নিয়ে পুরনো বিতর্ক। এক পক্ষ চায় আগ্নেয়াস্ত্রের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ। অন্যপক্ষ চায় নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকারে যেন কোনও ধরনের ব্যত্যয় না ঘটে। উল্লেখ্য, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ওই বিধান বাতিল করে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার দাবিতে দেশটিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করছে।

এরই মধ্যে গত বছরের অক্টোবরে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে আরও একবার একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। সেসময় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সোমবারের হামলার পর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার ছেলে আজ নিরাপদ রয়েছে, কিন্তু এই ক্যাম্পাসের কাণ্ডজ্ঞানহীনতায় বিরক্ত হয়ে গেছি।’