টানা তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল

রামলীলা ময়দানে বিপুল মানুষের উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে শপথ নিয়েছেন ছয় জন মন্ত্রী। টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এই জয় তিনি জনগণকে উৎসর্গ করেছেন। বলেছেন, দলীয় বিবেচনা আমাকে কখনওই মানুষের জন্য কাজ করা থেকে বিরত রাখতে পারবে না।noname

গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে রাজ্যের ৭০ আসনের মধ্যে ৬২টিতে জয় পায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আর বাকি আটটিতে জেতে বিজেপি প্রার্থীরা। বিপুল জয় নিয়ে রবিবার ঐতিহাসিক রেড ফোর্টের সামনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল।

রবিবার শপথ নেওয়ার আগে এক টুইট বার্তায় দিল্লিবাসীদের রামলীলা ময়দানে হাজির হওয়ার আহ্বান জানান কেজরিওয়াল। তিনি লেখেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিতে যাচ্ছি। অনুগ্রহ করে রামলীলা ময়দানে এসে আপনাদের সন্তানকে আশীর্বাদ করুন’।

কেজরিওয়ালের সঙ্গে এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ছয় মন্ত্রী। তারা হলেন, মনিশ সিসোদা, সত্যেন্দর জৈন, গোপাল রাই, কৈলাশ গেহলত, ইমরান হুসেন এবং রাজেন্দ্র গৌতম। কেজরিওয়ালের আগের মন্ত্রিসভারও সদস্য ছিলেন তারা।

দুর্নীতিবিরোধী আন্দোলনে আন্না হাজারের সঙ্গে রামলীলা ময়দানে অনশনে বসে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১২ সালে প্রথমবার নির্বাচনে জিতে এই ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালের শপথ অনুষ্ঠানটিও সেখানে অনুষ্ঠিত হয়।