নিউ জিল্যান্ডের সেই মসজিদে আবারও হামলার হুমকি

 

নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের সেই আল নুর মসজিদে হামলার হুমকি দেওয়ায় এক তরুণকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। এই সপ্তাহেই ওই তরুণ হামলার হুমকি দিয়েছিলেন।

noname

গত বছরের ১৫ মার্চ ১৫ মার্চ (শুক্রবার) ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামের এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর লক্ষ্যবস্তু হয় নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নুর মসজিদের পাশাপাশি লিনউডের  আরেকটি মসজিদে তার তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। ক্রাইস্টচার্চ হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে আবার সেই নুর মসজিদেই হামলার হুমকি দেওয়া হলো।

পুলিশ জানিয়েছে, হামলার হুমকি দেওয়া তরুণ মুখমণ্ডল ও মাথা একটি কালো টুপিতে ঢেকে আল নুর সমজিদের সামনে একটি গাড়িতে বসে হুমকিসংবলিত একটি ছবি মুঠোফোনের বার্তা আদান-প্রদানের অ্যাপের মাধ্যমে ছড়িয়েছিলেন। এ প্রসঙ্গে সেখানকার পুলিশের কমান্ডার জন প্রাইস বলেন, নিউজিল্যান্ডে এই ধরনের চিত্রসংবলিত হুমকির কোনও স্থান নেই।