প্রার্থিতার লড়াই থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন

এবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। এখন পর্যন্ত যে অঙ্গরাজ্যগুলোতে প্রাইমারি ও ককাস হয়েছে, সেখানকার কোনোটিতেই জিততে পারেননি তিনি। ৭০ বছর বয়সী এ নারী সুপার টুইসডেতে নিজ অঙ্গরাজ্যেও তৃতীয় হয়েছেন।

noname

এরআগে আরেক মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে প্রার্থিতার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওয়ারেন সরে যাওয়ায় ডেমোক্র্যাট মনোনয়ন লড়াই এখন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ল। 

প্রার্থিতার লড়াই থেকে সরে দাঁড়ালেও স্যান্ডার্স বা বাইডেন কাউকেই সমর্থন দেননি ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন। বৃহস্পতিবার ক্যামব্রিজে নিজের বাড়ির বাইরে কর্মী সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশ্যে ওয়ারেন বলেন, শেষ পর্যন্ত কাকে সমর্থন দেবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে মঙ্গলবার ভোটের পর শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

মনোনয়ন দৌড়ে স্যান্ডার্স ও বাইডেন ছাড়াও হাওয়াইয়ের কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ডও রয়েছেন। তবে এখন পর্যন্ত হওয়া বেশিরভাগ অঙ্গরাজ্যের প্রাইমারিতেই তিনি ১ শতাংশেরও কম ভোট পেয়েছেন। শিগগিরই তিনিও মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়াবেন বলেই অনুমান করা হচ্ছে।