করোনা ভাইরাস, চীনে ধসে পড়লো কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হোটেল

চীনে শনিবার করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন বা আলাদা করে রাখার জন্য ব্যবহৃত একটি হোটেল ভবন ধসে পড়েছে। এতে সেখানে থাকা অন্তত ৭০ জন চীনা নাগরিক আটকা পড়ে। তাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে তাদের সেখানে রাখা হয়েছিল। এক প্রতিবেদনে এ  খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।12

স্থানীয় সময় ৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭টার কিছু সময় পর ফুজিয়ান প্রদেশের কুয়ানজু শহরে অবস্থিত ওই ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ধসে পড়া হোটেলটির ভেতর থেকে অতিথিদের উদ্ধারে তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল এমন লোকজনকে সেখানে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ফুজিয়ান প্রদেশের উদ্ধারকর্মীরা হোটেলটির ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালাচ্ছেন। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। ২০১৮ সালে চালু হওয়া হোটেলটিতে ৮০টি কামরা রয়েছে।

যে ফুজিয়ান শহরে হোটেলটি ধসে পড়েছে সেখানে শুক্রবার পর্যন্ত ২৯৬ জনের করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে ১০ হাজারেরও বেশি মানুষকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।