করোনায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩, ইরানে ২৩৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা আরও বেড়েছে। বিগত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে প্রাণ হারিয়েছে ৯৭ জন আর আক্রান্ত হয়েছে ১৭৯৭ জন। এছাড়া একই সময়ে ইরানে মারা গেছে ৪৩ জন। এনিয়ে সরকারি হিসেবে দেশটিতে মৃতের সংখ্যা ২৩৭ জনে পৌঁছেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।noname

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহতের ঘটনা ঘটেছে ইতালি ও ইরানে। রবিবার (৮ মার্চ) ইতালির সরকারি কর্তৃপক্ষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১৩৩ জনের মৃত্যুর খবর জানায়। সোমবারও দেশটিতে নিহতের সংখ্যা একশোর কাছাকাছি পৌঁছে যায়। এদিন ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ জনে পৌঁছেছে। আর নিহতের সংখ্যা আগের দিনের ৩৬৬ থেকে বেড়ে ৪৬৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, ‘অন্ধকারতম সময়’ পার করছে তার দেশ।

এদিকে সোমবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মধ্য ফেব্রুয়ারি থেকে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সাত হাজার ১৬১ জনে।