উহান সফরে চীনের প্রেসিডেন্ট

চীনের হুবেই প্রদেশের উহান শহর সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ সময় ১০ মার্চ মঙ্গলবার সকালে তিনি সেখানে পৌঁছান। চীনা মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।noname
এই উহান শহর থেকেই দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত চার হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪২২। মৃতদের মধ্যে তিন হাজার ১৩৬ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ।

চীনের পর এ ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে ৪৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এর প্রকোপ শুরু হওয়ার পর মঙ্গলবার এই প্রথমবারের মতো সেখানে গেলেন শি জিনপিং।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চীনে নতুন সংক্রমণের সংখ্যা কমে আসতে শুরু করেছে। মঙ্গলবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ জন। অর্থাৎ, আগের দিনের চেয়ে এদিন নতুন সংক্রমণ কমেছে ৪০টি। তবে এদিন আক্রান্ত ১৯ জনের মধ্যে ১৭ জনই উহান শহরের বাসিন্দা।