দিল্লির সহিংসতা পরিকল্পিত, দায়ীদের রেহাই নেই: অমিত শাহ

দিল্লির সহিংসতার পেছনে ‘পূর্ব-পরিকল্পিত চক্রান্ত’ ছিল বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দেশটির লোকসভায় তিনি বলেন, ‘দিল্লির সহিংসতায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে অঞ্চলেরই হোক না কেন। আক্রান্তদের বিচার সুনিশ্চিত করছি।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

amit-shah-news-news-759

সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ৫৩ জন নিহত হয়েছে। মুসলমানদের ঘরবাড়ি ও মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুসলিমবিরোধী সহিংসতা ঠেকাতে পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেনি বলেও অভিযোগ উঠেছে।

দিল্লির সহিংসতা প্রসঙ্গে বুধবার পার্লামেন্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  বলেন, ‘সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কমপক্ষে ৭০০ এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ১১০০ জনকে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৩০০ জন উত্তর প্রদেশ এখানে থেকে এসেছিলেন।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আমরা দিল্লির ওই ঘটনার তদন্ত চালাচ্ছি। বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আমরা শান্তি বৈঠক করেছি। গোটা ঘটনার পেছনে পূর্ব-পরিকল্পিত চক্রান্ত ছিল।’

বুধবার দিল্লির সহিংস ঘটনায় পার্লামেন্টে বিরোধীদের জবাব দিতে গিয়ে এমন কড়া বার্তাই দিয়েছেন অমিত শাহ। এ সময় তিনি ওই সহিংসতা মোকাবিলায় পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, ‘৩৬ ঘণ্টার মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে আনে দিল্লি পুলিশ। পুলিশের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখেছিলাম। অশান্তি রুখতে সঠিক পদক্ষেপ নিয়েছিল পুলিশ। আমিই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে অনুরোধ করি ঘটনাস্থলে যেতে।’

এদিকে পার্লামেন্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের মধ্যেই ওয়াক আউট করেন কংগ্রেসের আইনপ্রণেতারা।