রবিবার সার্কের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন মোদি

করোনা ভাইরাস মোকাবিলার কৌশল নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্থানীয় সময় রবিবার বিকাল ৫টায় এতে অংশ নেবেন তিনি। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার। বাংলাদেশ, পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানা গেছে।12

ভারতে সরকারি হিসাবেই এখন পর্যন্ত ৮৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। সার্কভুক্ত অন্য কোনও দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এমন পরিস্থিতিতে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সার্কভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সার্কভুক্ত আট দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা ইতোমধ্যেই মোদির ওই আহ্বানে সাড়া দিয়েছে। কিন্তু একদিন সময় নেওয়ায় পাকিস্তানের এতে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শনিবার এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক একজন বিশেষ সহকারী ওই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। সূত্র: এনডিটিভি।