করোনার অজুহাতে অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আটক যে কোনও বিদেশি নাগরিককে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। দ্রুত গতিতে বিস্তৃত হতে থাকা করোনা ভাইরাস ঠেকানোর কথা বলে এই পরিকল্পনা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও আলোচনাধীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র কার্যকর হবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়াদের ওপর, বৈধভাবে বা ব্যবসায়িক প্রয়োজনে যারা প্রবেশ করতে চাইবেন তারা এর আওতায় পড়বে না।noname

মেক্সিকোতে এখন পর্যন্ত ৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। তারপরও অভিবাসন প্রত্যাশীদের মেক্সিকোর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে মেক্সিকো সরকারের সহায়তার দরকার পড়বে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মেক্সিকো সরকার জানিয়েছে, এই ধরনের কোনও আনুষ্ঠানিক প্রস্তাব তারা পাননি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে বলা হয়, এই ধরনের কোনও প্রস্তাব আসলে নিজেদের স্বার্থ, জনস্বাস্থ্য এবং মানবাধিকার রক্ষার কথা মাথায় রেখে তা বিশ্লেষণ করা হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে মেক্সিকোর বাসিন্দা নয় এমন আশ্রয় প্রার্থীদের দেশটিতে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মাইগ্রান্ট প্রটেকশন প্রোটোকলস (এমপিপি) নামে পরিচিত এক কর্মসূচির আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমে আইনি বাধার মুখে পড়লেও গত সপ্তাহে কর্মসূচিটি চালু করার অনুমোদন দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।