দুই লাখ ছাড়িয়েছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস-এর ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত ১৭০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) রাত পর্যন্ত এতে আক্রান্ত হয়েছে দুই লাখ ৮ হাজার ১৮৪ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৮, ২৭২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ২০৯ জন।noname

করোনা ভাইরাসের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। বুধবার সেখানে এই ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে মাত্র ১৩ জন। তবে চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

ওয়ার্ল্ড ওমিটারস-এর পরিসংখ্যান অনুযায়ী, বুধবার এই খবর লেখা পর্যন্ত  সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৬৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮৪ জন আক্রান্ত হয়েছে স্পেনে। জার্মানিতে এক হাজার ৯৩৫ জন। ইরানে এক হাজার ১৯২ জন। এছাড়া যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭৬ জন।  

করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে নতুন প্রাণহানির সংখ্যা ৩০৫। এর মধ্যে ইরানে ১৪৭ ও স্পেনে ৯০ জন ও নেদারল্যান্ডসে ১৫ জনের মৃত্যু হয়েছে।

চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে ৩১ হাজার ৫০৬ জন মানুষ আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছেন ২ হাজার ৫০৩ জন। ইরানে ১৭ হাজার ৩৬১ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে এক হাজার ১৩৫ জন।