ক্যালিফোর্নিয়া লকডাউন

করোনা ভাইরাসের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এই লকডাউনের তথ্য জানা গেছে।

noname

ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রায় ৪ কোটি মানুষের বসবাস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই অঙ্গরাজ্যের গভর্নর গেভিন নিউসম এক বিবৃতিতে বলেছেন, বৈশ্বিক এই মহামারির সময় জনগণের শুধু অতীব জরুরি প্রয়োজনেই ঘর থেকে বের হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১৪ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুই শতাধিক মানুষের।

আগামী দু’মাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম বলেছেন, এটা এমন একটা মুহূর্ত যখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে।

নিউসম এক নির্দেশনায় বলেছেন, মুদি দোকান, ওষুধ বা ব্যয়ামের জন্য বাসার বাইরে বের হওয়া যাবে। এছাড়া বাড়িতেই অবস্থান করতে বলেছেন তিনি। একই সঙ্গে জনসংযোগ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন।