করোনা প্রতিরোধে কিমকে ট্রাম্পের চিঠি

করোনা সংকট নিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

noname

এ পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে আন্তত ১৩ হাজার ৬২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৮২৪ জন।

রবিবার উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক ব্যক্তিগত চিঠিতে ট্রাম্প করোনা সংকট মোকাবিলায় কিমকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যম কেসিএনএকে উত্তর কোরিয়া সরকারের মুখপাত্র কিম ইয়ো জং বলেন, চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করার বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন এবং মহামারি কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে সহযোগিতা করতে চেয়েছেন।