যুক্তরাষ্ট্রে আক্রান্তদের ২০ শতাংশের বয়স ২০ থেকে ৪৪

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হ্ওয়াদের ২০ শতাংশের বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। এক মার্কিন গবেষণা প্রতিবেদনকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০০ আক্রান্তকে নিয়ে সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তত্ত্বাবধানে একটি গবেষণা পরিচালিত হয়। বয়সভিত্তিক ওই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বয়স্কদের তুলনায় তরুণরা ভালো অবস্থায় থাকলেও তারাও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত নয়।

ওই গবেষণা প্রতিবেদন বলছে, তরুণদেরও একটা বড় অংশ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ১৯ বছরের কম বয়সী কাউকে আইসিইউতে ভর্তি করাতে হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ৮৫ বছর এবং এর থেকে বেশি বয়সী মানুষদের মধ্যে মৃত্যুহার সবথেকে বেশি। তাদের মৃত্যুহার ১০ থেকে ২৭ শতাংশ। ৬৫ থেকে ৮৪ বছর পর্যন্ত মৃত্যুহার ৩ থেকে ১১ শতাংশ। ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের মৃত্যুহার ১ থেকে ৩ শতাংশ। ২০ থেকে ৫৪ বছর বয়সীদের মৃত্যুহার ১ শতাংশ কিংবা তার চেয়ে কম। ১৯ বছরের নিচে কারও মৃত্যু হয়নি।