নিউ ইয়র্কে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। শহরটিতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে ১৮ বছরের কম বয়সী একজনেরও মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছে, তার অন্য শারীরিক জটিলতাও ছিলো।

noname

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সেদেশে ১ লাখ ৪২ হাজার ৭৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ২ হাজার ৪৮৮ জন। আর ৪ হাজার ৫৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক টাইমস-এর পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) রাত থেকে রবিবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে নতুন করে ১৬১ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্য দিয়ে শহরটিতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।