জাপানি যুদ্ধজাহাজ ও চীনা ফিশিং বোটের সংঘর্ষ

পূর্ব চীন সাগরে জাপানি যুদ্ধজাহাজ ও চীনা ফিশিং বোটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতের এ ঘটনায় কেউ আহত বা নিখোঁজ হয়নি। ফাইল ছবি

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের ফলে শিমাকেজ নামের জাহাজটির জলরেখার উপরিভাগে একটি ছিদ্র তৈরি হয়েছে। তবে এতে করে জাহাজটির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়নি। সেটি স্বাভাবিকভাবেই অগ্রসর হতে পারছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো বলেছেন, জাপানের ইয়াকুশিমা দ্বীপের প্রায় ৬৫০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। চীনা ফিশিং বোট থেকেও কেউ নিখোঁজ হয়নি।

এই দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি নিয়ে বিস্তারিত তদন্তকাজ চলছে বলে জানিয়েছেন তারো কোনো।

জাপানসহ এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর আওতাধীন দ্বীপপুঞ্জগুলোতে চীনও মালিকানা দাবি করে থাকে। সোমবারের ঘটনাটি ঘটেছে মূলত একটি জনশূন্য দ্বীপপুঞ্জ এলাকায়। জাপানিদের কাছে এটি সেনকাকু এবং চীনাদের কাছে দিয়াউ দ্বীপ নামে পরিচিত।

দীর্ঘদিন থেকেই অঞ্চলটিতে জাপানের সামরিক বাহিনী ও দেশটির কোস্টগার্ডের উপস্থিতি ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নেয় টোকিও। দ্বীপপুঞ্জের জন্য স্বয়ংক্রিয় অস্ত্র দ্বারা সজ্জিত একটি বিশেষ পুলিশ ইউনিট প্রতিষ্ঠা করা হয়। সূত্র: আল জাজিরা।