যুক্তরাজ্যে ৪০০০ শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন

করোনাভাইরাসের মহামারিতে বিপর্যস্ত যুক্তরাজ্যে মাত্র ৯ দিনের মধ্যে ৪ হাজার শয্যার একটি নতুন হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সিএনবিসির খবর বলছে,  শুক্রবার সকালে পূর্ব লন্ডনের এক্সেলে এক্সিবিশন সেন্টারে নাইটিঙ্গেল হাসপাতালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রিন্স চার্লস ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা রোগীদের জন্য এ হাসপাতালটি উদ্বোধন করেন।

noname

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন  ৩৮ হাজার  ১৬৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬০৫ জনের। আক্রান্ত হয়েছেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমন অবস্থায় করোনা মোকাবিলায় সে দেশে হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

সিএনবিসি জানিয়েছে, অস্থায়ী এই এনএইচএস নাইটিঙ্গেল হাসপাতালটিতে সামরিক বাহিনীর সহায়তায় এনএইচএসের চিকিৎসকরা এখানে চিকিৎসা প্রদান করবেন। বিশ্বের সবথেকে বড় ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মালিকানা এখন এই হাসপাতালের। এটি উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রিন্স চার্লস এর কর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন।

কার্ডিফ, গ্লাসগো, ম্যানচেস্টার, হ্যারোগেট এবং ব্রিস্টলসহ ইউকেজুড়ে একই রকমের হাসপাতাল পরিকল্পনা করা হয়েছে।