শিকাগোর এক কারাগারেই ৪ শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রের শিকাগোর কুক কাউন্টি জেলে ৪০০’রও বেশি করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের মেডিক্যাল ফ্যাসিলিটির বাইরে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় সংক্রমণ উৎস বা হটস্পট। কুক কাউন্টি শেরিফকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

শিকাগোর কুক কাউন্টি জেল২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে সেখানে এরইমধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেলেও আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে চার লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ১৪ হাজার ৮০০ এর বেশি।

কুক কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বুধবার (৮ এপ্রিল) জানানো হয়, শিকাগোর কুক কাউন্টি কারাগারের ২৫১ জন বন্দি ও ১৫০ জন কর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদেরকে কারাগারের অন্য সদস্যদের থেকে দূরে রাখতে কোয়ারেন্টিন বুটক্যাম্প তৈরি করেছে জেল কর্তৃপক্ষ। আক্রান্ত বন্দিদের মধ্য থেকে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩১ জনকে রিকভারি ফ্যাসিলিটিতে সরিয়ে নেওয়া হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছে এক বন্দি। তবে তার অটোপসি রিপোর্ট এখনও হাতে আসেনি বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।

কাউন্টি শেরিফের তথ্য অনুযায়ী, কারাগারটিতে প্রায় ৪ হাজার ৭০০ বন্দি রয়েছে। এর আগে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করার এবং অহিংস ঘটনায় বিচারের অপেক্ষায় থাকা আসামীদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা।