আইসিইউ ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা শেষে সাধারণ শয্যায় ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে তার এক মুখপাত্র জানিয়েছেন, মানসিকভাবে চাঙা জনসন চিকিৎসা কাজে নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে।noname

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর গত রবিবার (৫ এপ্রিল) হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানায় ডাউনিং স্ট্রিট।

শুক্রবার বরিস জনসনের মুখপাত্র জানান লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে, আইসিইউ থেকে ওয়ার্ডে ফেরার সময় চিকিৎসক ও নার্সদের উদ্দেশে হাত নেড়েছেন প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিটে নিজের কার্যালয়ের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়েছে কিনা সেবিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন মুখপাত্র।

কতদিন পর্যন্ত জনসনকে হাসপাতালে থাকতে হবে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী কেবল ওয়ার্ডে ফিরেছেন আর সুস্থ হয়ে উঠছেন আর এখনও তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি মানসিকভাবে খুব চাঙা রয়েছেন।’ তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত তার চিকিৎসা দলের পরামর্শে নেওয়া হবে। তারা তাকে চমৎকার সেবা দিয়েছেন।’