দরিদ্র দেশগুলোর জন্য ৩৫০ মিলিয়ন তহবিল চায় ইউএনওসিএইচএ

বিশ্বব্যাপী জরুরি সরবরাহ ব্যবস্থা জোরালো করতে এবং করোনাভাইরাস মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে ৩৫০ মিলিয়ন তহবিল চেয়েছে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারীর কার্যালয় (ইউএনওসিএইচএ)। জরুরি ভিত্তিতে এ অনুদান চেয়েছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।








noname
বিশ্বব্যাপী জরুরি সরবরাহ ব্যবস্থায় সমন্বয় করে থাকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এ ব্যবস্থার আওতাধীন আঞ্চলিক গুদাম পরিচালনা, হাব তৈরি, শিপিং সার্ভিস, সম্মুখ সারির শ্রমিকদের জন্য জরুরি মেডিক্যাল সেবা, অবকাঠামো ও চিকিৎসা কেন্দ্র নির্মাণ।
মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারীর কার্যালয় (ইউএনওসিএইচএ) এর এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বজুড়ে প্রতিটি দেশের প্রতিটি মানুষ একইরকম করে মৃত্যু আতঙ্কে আছে। এর থেকে দ্রুত পরিত্রাণের জন্য পদক্ষেপ নিতে হবে। তাতে অনেক জীবনকে সুরক্ষা দেওয়া যাবে।’