রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫২ হাজার ৭৬৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫৬ জনের মৃত্যু হয়েছে।noname

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২১ এপ্রিল মঙ্গলবার রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে আরও পাঁচ হাজার ৬৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৭৬৩। এছাড়া নতুন করে আরও ৫১ জনের মৃত্যুর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪৫৬-তে দাঁড়িয়েছে।

রাশিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে রাজধানী মস্কোতে। চলতি এপ্রিলের গোড়ার দিক থেকে দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। সূত্র: সিএনএন।