করোনাভাইরাসের উৎস চীনা গবেষণাগার নয়: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রাপ্ত সব ধরনের প্রমাণে দেখা যাচ্ছে গত বছরের শেষ দিকে চীনে প্রাণী থেকেই করোনাভাইরাসের উৎপত্তি হয়। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, মহামারির আকার নেওয়া এই ভাইরাসটি গবেষণাগার বা কোনও ধরণের হস্তক্ষেপে তৈরি হয়েছে এমন কোনও প্রমাণ নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।noname

বিশ্ব জুড়ে মহামারির আকার নেওয়া করোনাভাইরাস চীনের একটি গবেষণাগার থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে পশ্চিমা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ তোলার পর সম্প্রতি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলও একই ইঙ্গিত দেন। তবে মঙ্গলবার সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মুখপাত্র ফাদেলা চাইব বলেন, ‘প্রাপ্ত সব প্রমাণে দেখা যাচ্ছে ভাইরাসটি প্রাণী থেকে সৃষ্ট এবং কোনও হস্তক্ষেপ বা গবেষণাগার কিংবা অন্য কোথাও তা তৈরি হয়নি। ভাইরাসটি প্রাণী থেকে সৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।’

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,  ‘চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের সরকারি গবেষোগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। তবে অনেকে তার এমন দাবিকে চীনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হিসেবে অভিহিত করেছেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র বলেছেন, ভাইরাসটি প্রাণী থেকে কিভাবে মানুষের দেহে ছড়িয়ে পড়েছে তা স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে মধ্যবর্তী পর্যায়ে তৃতীয় কারোর দেহে এটি বিবর্তিত হয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘এই ভাইরাসটি বাদুড়ে বাস্তুতান্ত্রিক পরিবর্তন ঘটিয়ে থাকতে পারে বলে সবচেয়ে জোরালো সম্ভাবনা রয়েছে তবে বাদুড় থেকে কিভাবে তা মানুষের দেহে ছড়িয়ে পড়েছে তা এখনও খতিয়ে দেখতে হবে এবং আবিষ্কার করতে হবে।’

ভাইরাসটি কোনও গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাব দেওয়ার অনুরোধে সাড়া দেননি ডব্লিউএইচও’র মুখপাত্র। ভাইরাসটির কোনও পরিবর্তন বা তা ছেড়ে দেওয়ার যেকোনও গুজব প্রত্যাখ্যান করেছে চীনের উহান শহরের ইন্সটিটিউট অব ভাইরোলোজি।

উল্লেখ্য, জীবাণু অস্ত্র ছড়িয়ে মানুষকে আক্রান্ত করার অভিযোগ পুরোনো। ১৯৭৮ থেকে ১৯৮০-৮১ সাল পর্যন্ত কিউবায় ডেঙ্গুজ্বরে কয়েক লাখ মানুষ মারা যাওয়ার পর দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো একে যুক্তরাষ্ট্রের জীবাণু আক্রমণ বলে অভিযোগ তোলেন।