জনসম্মুখে এসেছেন কিম: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মৃত্যুর গুজব নাকচ করে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ১১ এপ্রিলের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি। কেসিএনএ নিউজ এজেন্সি বলছে, শুক্রবার তিনি একটি সার কারখানা পরিদর্শনে গিয়েছিলেন। তবে এ সংক্রান্ত কোনও ছবি প্রকাশ করা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই খবরের সত্যতা যাচাই করতে সমর্থ হয়নি।  

noname

গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এই সময়ে নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনও খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়।  জাপানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশন তার মৃত্যুর খবরও দেয়।

শনিবার, কেসিএনএ নিউজ এজেন্সি দাবি করেছে, শুক্রবার একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন উত্তর কোরিয়ার এই নেতা। সে সময় তাকে দেখে সমবেতরা উচ্ছ্বাস প্রকাশ করে। পরে কিম ফিতা কেটে ওই কারখানার উদ্বোধন করেন।

এরআগে সোমবারও (২৭ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, উন উনসান এলাকায় টুরিস্ট রিসোর্ট তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে সবশেষ জনসম্মুখে আসার ২০ দিন পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিমের প্রকাশ্যে আসার খবর দেওয়া হলো।

কেসিএনএ আরও জানিয়েছে, রাজধানী পিয়ং ইয়ং-এর উত্তরে অবস্থির অঞ্চলে স্থাপিত ওই সার কারখানা পরিদর্শনের সময় এর উৎপাদন প্রক্রিয়া নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি।