রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। রবিবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ হাজার ১২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লাখ ৯ হাজার ৬৮৮ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ সরকারের করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯১৫।

আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতোমধ্যেই ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে গেছে রাশিয়া। সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর তালিকায় দেশটির অবস্থান এখন পঞ্চম।

রাশিয়ায় মোট আক্রান্তের প্রায় অর্ধেকই রাজধানী মস্কোর বাসিন্দা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আশঙ্কা করছেন, সরকারিভাবে শনাক্তের তুলনায় আক্রান্তের সংখ্যা তিন গুণ হতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন বলে পরিচিত সোবিয়ানিন বলেন, পরীক্ষার সংখ্যা বাড়ানোর ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা যে বিপুল সংখ্যক মানুষকে শনাক্ত করতে পারছি এটি ইতিবাচক, নেতিবাচক নয়। কারণ এখন তাদের কোয়ারেন্টিনে রাখা যাবে এবং ভাইরাসের বিস্তার মন্থর হবে।

সমালোচকরা বলছেন, রাশিয়ায় মৃত্যৃর সংখ্যা এতো কম হওয়ার কারণ হচ্ছে অনেক আক্রান্তকে করোনায় মৃত্যু বলে উল্লেখ করা হচ্ছে না। যদিও কর্তৃপক্ষ বলছে, অনেক দেশের তুলনায় বিলম্বে রাশিয়ায় সংক্রমণ হয়েছে। ফলে তারা প্রস্তুতির জন্য বেশি সময় পেয়েছে।

এদিকে করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা কমে যাওয়ার খবর দিয়েছে এএফপি। ফরাসি বার্তা সংস্থাটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস মোকাবিলায় শৈথিল্য এবং সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে পুতিনের জনপ্রিয়তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। যখন তিনি সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ক্ষমতার মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে করোনার আঘাত তাকে হতাশ করেছে।