মাস্ক বাধ্যতামূলক করলো হোয়াইট হাউস, পরবেন না ট্রাম্প

হোয়াইট হাউসের সব কর্মীকে এখন থেকে মাস্ক পরার কড়া নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন তিনি। এতে হোয়াইট হাউসের কর্মীদের ওয়েস্ট উইংয়ে প্রবেশের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অন্যদের নির্দেশ দিলেও নিজে মাস্ক পরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

nonameহোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের মাস্ক না পরা নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমার মাস্ক পরার দরকার নেই। কারণ আমি সবার কাছ থেকে অনেক দূরে থাকি। তবে অন্যদের এখন থেকে অবশ্যই মাস্ক পরে হোয়াইট হাউসে প্রবেশ করতে হবে।

মূলত হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তা কোয়ারেন্টিনে যাওয়ার পরই নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। মাস্ক ছাড়াও কর্মীদের মধ্যে দূরত্ব বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। ট্রাম্পের দাবি, করোনাভাইরাস এড়াতে হোয়াইট হাউস ভালো কাজ করছে।