ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা ট্রাম্পের, ধন্যবাদ জানালেন মোদি

করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় এই ঘোষণা দেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় অপরিহার্য যন্ত্র ভেন্টিলেটর। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভারতকে দুইশোটি ভেন্টিলেটর দিতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের ঘোষণায় ভারত-মার্কিন বন্ধুত্ব আরও জোরালো হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।noname

বিশ্ব জুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসের চিকিৎসায় গত মাসে যুক্তরাষ্ট্রকে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠায় ভারত। ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত এই ওষুধটি করোনার চিকিৎসাতেও কার্যকর এমন ধারণায় যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ওষুধ পাঠানো হয়। এই ওষুধের জন্য প্রথমে চাপ দেওয়া হলেও পরে তা পাঠানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র বন্ধু ভারতকে ভেন্টিলেটর অনুদান দিচ্ছে। এই মহামারির সময়ে আমরা ভারত এবং নরেন্দ্র মোদির পাশে আছি। টিকা উন্নয়নেও আমরা সহযোগিতা করছি। ঐক্যবদ্ধভাবে আমরা এই অদৃশ্য শত্রুকে পরাজিত করবো।’

ভেন্টিলেটর দেওয়ার ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে অপর এক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে হবে। এই ধরনের পরিস্থিতিতে সব সময়ই সব দেশের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি আর তা যত বেশি করা সম্ভব হবে তত বেশি বিশ্বকে স্বাস্থ্যকর ও কোভিড-১৯ মুক্ত রাখা যাবে।’

এদিকে ট্রাম্পের ভেন্টিলেটর দেওয়ার ঘোষণায় নরেন্দ্র মোদির সমালোচনা করে টুইট করেছেন তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্র। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘২০০ ভেন্টিলেটরের জন্য ট্রাম্পের খরচ হবে ২০ কোটি টাকা। সেখানে নমস্তে ইন্ডিয়া আয়োজনে ভারত খরচ করছে ১২০ কোটি টাকা। আত্মনির্ভর আপনার থেকেই শুরু হয়েছে, স্যার।’ উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় আহমেদাবাদের এক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘নমস্তে- ইন্ডিয়া’ নামে জমকালো অনুষ্ঠান।