পঙ্গপালের হুমকিতে সতর্ক উত্তর প্রদেশ প্রশাসন

তিন কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের একটি ঝাঁক ভারতের উত্তর প্রদেশের ঝাসি জেলায় যেকোনও সময় ঢুকে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। পঙ্গপালের হাত থেকে ফসল ও শস্য রক্ষায় ফায়ার ব্রিগেডের গাড়িতে কীটনাশক ভর্তি করে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।noname

গত ফেব্রুয়ারিতে ঝাঁকবদ্ধ পতঙ্গ পঙ্গপালের তীব্র আক্রমণের মুখে পড়ে পাকিস্তান। নষ্ট হয় দেশটির বিস্তৃত অঞ্চলের তুলা, গম ও ভুট্টার আবাদ। দেশটির পূর্বাঞ্চলে পতঙ্গটির আক্রমণের মুখে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান সরকার। ওই সময়ে সতর্ক করে দিয়ে বলা হয় প্রতিবেশি দেশ ভারতেও ঢুকে পড়তে পারে পতঙ্গটি।

বর্তমানে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঝাসি জেলার বাঙরা মাগারপুর এলাকায় অবস্থান করছে পঙ্গপালের একটি ঝাঁক। জেলাটির কৃষি বিষয়ক উপপরিচালক কমল কাতিয়ার বলেন, পতঙ্গের ঝাঁকটি ঘুরে বেড়াচ্ছে। তুলনামূলক ছোট ঝাঁক এটি। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ একটি ঝাঁক দেশে প্রবেশ করেছে। পঙ্গপাল মোকাবিলায় কোটা (রাজস্থান) থেকে একটি টিম এসেছে।’ তিনি জানান, রাতের বেলায় কীটনাশক ছেটানো হবে।

পঙ্গপালের আক্রমণ ঠেকাতে করণীয় ঠিক করতে রবিবার বৈঠক করেছে ঝাসি জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট অন্দ্র ভামসি ওই বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, 'গ্রামের সাধারণ মানুষকে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে বলা হয়েছে। সবুজ ঘাস ও সবুজ ফসলের আধিক্য থাকলে পঙ্গপাল সেদিকে যায়। ঝাঁকটির গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানলেই তা জানিয়ে দেওয়া হবে।’