দক্ষিণ কোরিয়ায় একাধিক মার্কিন সেনার করোনা শনাক্ত

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনীর দুই সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর তাদের এ ভাইরার ধরা পড়ে।  ইউএস ফোর্সেস কোরিয়া (ইউএসএফকে)-এর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

nonameগত ২৭ মে তারা দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাঁটিতে পৌঁছান।  তবে করোনা পরীক্ষার ফল পাওয়ার জন্য অপেক্ষমান সময়ে তারা ক্যাম্প হামফ্রিজের ব্যারাকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন।  বর্তমানে তারা সেখানকার আইসোলেশন ব্যারাকে চিকিৎসাধীন রয়েছেন।  

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস-এর হিসাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ১১ হাজার ৪৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬৯ জনের মৃত্যু হয়েছে।