যুক্তরাজ্যে কয়েক মাসের মধ্যে করোনায় মৃতের সংখ্যা সর্বনিম্ন

যুক্তরাজ্যে গত কয়েক মাসের মধ্যে করোনায় মৃতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রবিবার প্রকাশিত সরকার পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য।

১৪ জুন রবিবার প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে নতুন করে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২১ মার্চের পর থেকে এ পর্যন্ত এ সংখ্যা সর্বনিম্ন।

রবিবারের পরিসংখ্যান মিলিয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৬৯৮। ইউরোপের কোনও দেশে এটিই করোনায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। আর বিশ্বজুড়ে করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই যুক্তরাজ্যের অবস্থান।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট দুই লাখ ৯৫ হাজার ৮৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।