৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ লকডাউন

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সর্ব দলীয় বৈঠক করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার তিন ঘণ্টার এই বৈঠক শেষে বর্তমান লকডাউনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।noname

বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে ৪৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ হাজার ১৭৩ জনে। এছাড়া রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৫৯১ জনের।

বুধবারের বৈঠকে সব রাজনৈতিক দলই স্বীকার করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সমস্যায় পড়ছেন করোনা রোগীরা। মমতা বন্দোপাধ্যায় বলেন, এই সমস্যা মোকাবিলা করতে হবে আর বেসরকারি হাসপাতালগুলোকেও সঙ্গে নিতে হবে।

করোনা চিকিৎসার খরচ সীমা বেঁধে দেওয়ার বিষয়েও একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। মুখ্যমন্ত্রী বলেন, ‘মহারাষ্ট্র ও দিল্লি ইতোমধ্যে এটি করে ফেলেছে। আমাদেরও করতে হবে।’ তিনি বলেন, ‘সব দলই সীমা বেঁধে দেওয়ার দাবি করেছেন। এটা বাণিজ্য করার সময় নয়। মহামারি চলছে এবং হাসপাতালগুলোকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’