নেপালের ৩৩ হেক্টর জমির দখল নিয়েছে চীন?

নেপালের প্রায় ১০টি জায়গায় মোট ৩৩ হেক্টর জমি চীন নিজের দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির কৃষি মন্ত্রণালয় এমন চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে সীমান্তে নেপালের জায়গা দখল করার চেষ্টা করছে পিপলস লিবারেশন আর্মি।

চীন-নেপাল সীমান্ত

গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত-চীন। এতে ভারতের কর্নেল-মেজরসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ৭৬ সেনা। সেই বিবাদের রেশ না কাটতেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

এএনআই-এর খবরে বলা হয়, চীন তিব্বতে নেপালি জমি ‘দখল’ করার জন্য বর্ধমান সড়ক নির্মাণ ব্যবহার করছে এবং ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে সীমান্ত ফাঁড়ি স্থাপন করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাগডারে খোলা ও কর্নালি নদীর গতিপথ পরিবর্তন করে শুধুমাত্র হুমলা জেলাতেই ১০ হেক্টর জমি দখল করে নিয়েছে চীন। রাসুয়া জেলারও ৬ হেক্টর ভূমি চলে গেছে চীনাদের অধীনে।

তিব্বতের স্বশাসিত অঞ্চলে নদীর গতিপথ পরিবর্তন করে রাস্তা তৈরির কাজ করছে চীন। যার ফলে নদীগুলো নেপালের দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রাকৃতিক ভাবেই প্রায় ১০০ হেক্টর জমি চলে যেতে পারে তিব্বতের অংশে। ধারণা করা হচ্ছে, সেখানেই আউটপোস্ট তৈরি করে ফেলতে পারে চীন।