চীনকে মোকাবিলায় এ বছরই রুশ মিসাইল সিস্টেম পাচ্ছে ভারত

এস ৪০০ মিসাইল সিস্টেম ভারতের হাতে আসা কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরে। তবে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত রাশিয়াকে অনুরোধ করেছিল এই মিসাইল সিস্টেম যেন আগেই হাতে পাওয়া যায়। সেই অনুরোধে সাড়া দিয়ে এ বছরই অত্যাধুনিক এস ৪০০ মিসাইল সিস্টেম ভারতের হাতে তুলে দিচ্ছে মস্কো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

noname

ভারত সর্বাধিক সামরিক অস্ত্র আমদানি করে রাশিয়া থেকে। রাশিয়া থেকে বিশ্বের উন্নততর এয়ার ডিফেন্স সিস্টেম এস ৪০০ কেনার ব্যাপারে ২০১৮ সালে চুক্তিতে সম্মত হয় দিল্লি-মস্কো। এ বছর ফেব্রুয়ারিতে ‘ফেডারেল সার্ভিস অফ মিলিটারি টেকনিক্যাল করপোরেশন অফ রাশিয়া’র ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির দ্রঝভ জানিয়েছিলেন, ২০২১ সালের মধ্যেই এস-৪০০ সিস্টেমের প্রথম চালান হাতে পাবে ভারত। তবে চীনের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের অনুরোধে এ বছরের মধ্যেই ওই মিসাইল সিস্টেম পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে রাশিয়া।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এস-ফোর হান্ড্রেড। এর এক একটি ইউনিটে থাকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল, ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম, দূরপাল্লার সার্ভিল্যান্স রাডার, অ্যাকুইজিশন অ্যান্ড এনগেজমেন্ট রাডার, কমান্ড ভেহিকল এবং ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চার ভেহিকল বা টেল ভেহিকল।