করোনায় বিপর্যস্ত ব্রাজিলে ৫০ দিন ধরে নেই স্বাস্থ্যমন্ত্রী

করোনার এই মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে এই সংকটময় পরিস্থিতিতে দেশটিতে ৫০ দিন ধরে কোনো স্বাস্থ্যমন্ত্রী নেই। প্রসঙ্গত, এক মাসের ব্যবধানে ব্রাজিলের দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

noname

করোনার সংক্রমণ ব্যাপক আকার ধারণ করার মধ্যেই নিয়োগ পাওয়ার কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়েন নেলসন টেইক। এর আগে এপ্রিলে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে মতানৈক্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। করোনাভাইরাস মহামারি নিয়ে তার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ছিলেন বোলসোনারো।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৮শ’ মানুষের।