টেক্সাসে আছড়ে পড়েছে হারিকেন ‘হানা’

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হারিকেন ‘হানা’ আছড়ে পড়েছে। এরইমধ্যে এই ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী আখ্যা দিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি রবিবার এ খবর জানিয়েছে।

noname
হানা শনিবার টেক্সাসের পাদ্রে দ্বীপে আঘাত হানে। জানা গেছে, হ্যারিকেনটি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ৩২টি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করা জটিল হতে পারে।
টেক্সাসে ইতোমধ্যে ৩৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, যে কোনও ঘূর্ণিঝড়ই একটি বিশাল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ জটিল এবং আরো তীব্র হয়ে উঠেছে, কারণ এটি এমন একটি অঞ্চলে আঘাত হানছে, যেটি কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, তার প্রশাসন গভীরভাবে এই হারিকেনটিকে পর্যবেক্ষণ করছে।