কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রধানের

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রধান মার্ক মিলি। রবিবার দোহায় তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।12

কাতারের আমিরের দফতরের এক বিবৃতিতে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মার্ক মিলি ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের বর্তমান চেয়ারম্যান।

কাতারের আমিরের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে প্রতিরক্ষা, সামরিক ও নিরাপত্তা খাতে দুই দেশের কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও কথা হয় তাদের।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে। দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ ঘাঁটিকে ইরাক ও সিরিয়ায় আইএস-বিরোধী মার্কিন অভিযানের সেন্ট্রাল কমান্ড হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।