অস্ত্রোপচারের পরও প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পরও করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক রয়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এর এক বিবৃতিতে জানিয়েছে, ৮৪ বছর বয়স্ক এই কংগ্রেস নেতাকে এখনও ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সোমবার রাতে এই হাসপাতালেই অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্ক থেকে জমাটবাঁধা তরল অপসারণ করা হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন প্রণব মুখোপাধ্যায়। সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিজেই প্রকাশ করেন তিনি। টুইট বার্তায় জানান, অন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। পরে রাতে জানা যায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে তার।

মঙ্গলবার বিকেলে হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়, ‘সোমবার গুরুতর অবস্থায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দিল্লি সেনানিবাসের আর্মি হাসপাতালে আনা হয়। পরীক্ষায় তার মস্তিষ্কে জমাটবাঁধা তরল শনাক্ত হলে তাকে জীবনরক্ষাকারী অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। অস্ত্রোপচারের পরও তিনি ভেন্টিলেটর সাপোর্টে গুরুতর অবস্থায় রয়েছেন। তার শরীরে করোনাভাইরাসও রয়েছে।’
এদিকে প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা করে শুভেচ্ছা পাঠানো অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিজেপি মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল টুইট বার্তায় লিখেছেন, ‘পুরো দেশ আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন প্রার্থনা করছে প্রণব দা।’ ভারতের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর কার্যালয়ের এক বার্তায় জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মীষ্ঠা মুখার্জির সঙ্গে কথা বলেছেন ভারতীয় ভাইস প্রেসিডেন্ট। তিনি তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যও কামনা করেন।