লিবিয়া ও সিরিয়া পরিস্থিতি নিয়ে এরদোয়ানের সঙ্গে আলোচনা পুতিনের

লিবিয়া ও সিরিয়ার বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এক ফোনালাপে দুই নেতার মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।রজব তাইয়্যেব এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিন

ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার আলোচনার মূল বিষয়বস্তু ছিল লিবিয়া পরিস্থিতি। ফোনালাপে দেশটিতে একটি টেকসই যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় সিরিয়ায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারেও একমত হন দুই নেতা। এদিনের ফোনালাপের আগে সিরিয়ার ইদলিবে তুরস্ক ও রাশিয়ার যৌথ মহড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে।