বিক্ষোভে উত্তাল ইসরায়েল

তীব্র সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইসরায়েল। জেরুজালেমে কয়েক সপ্তাহের অব্যাহত বিক্ষোভের ধারাবাহিকতায় শনিবার ফের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন তারা। তাদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে।12

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ নিয়ে টানা ১১তম সপ্তাহের মতো নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে  রাজপথে সমবেত হন আন্দোলনকারীরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শনিবারের বিক্ষোভে অংশ নেয় প্রায় ১০ হাজার মানুষ। তবে আয়োজকরা বলছেন, অংশগ্রহণকারীর প্রকৃত সংখ্যা ছিল ৩৭ হাজার।

সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত নানা ছবিতে দেখা গেছে, নেতানিয়াহুর বাসভবনের কাছ থেকে প্রতিবাদকারীদের সরিয়ে নিচ্ছে পুলিশ।

জেরুজালেমের বাইরে অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। ক্যাসারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের বাইরেও সমবেত হয় আন্দোলনকারীরা।

সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয় ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমে। শহরের প্রবেশমুখে জড়ো হওয়া আন্দোলনকারীরা একপর্যায়ে নেতানিয়াহুর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হতে শুরু করে। এ সময় ইসরায়েলি পতাকার পাশাপাশি কালো পতাকা বহন করে তারা।