শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে তীব্র লড়াই, নিহত অন্তত ৪৯

কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা চলার মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় একটি শহরে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে। নাঙ্গাহার প্রদেশে রাতভর এই লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য, আট জন সরকার সমর্থক যোদ্ধা এবং ৩০ তালেবান সদস্য নিহত হয়েছে বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার নাঙ্গাহার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি দাবি করেন, তালেবান যোদ্ধারা কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে এই লড়াই শুরু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে আফগানিস্তানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। এবার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির নির্বাচিত সরকারের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছে তালেবান। গত শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় তাদের ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হয়েছে। দুই দশক ধরে চলমান যুদ্ধের অবসান ছাড়াও দেশটিতে নারী অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে আলোচনায়।

ওই শান্তি আলোচনার মধ্যে বুধবার রাতে নাঙ্গাহার প্রদেশে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। আফগান প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ বলেন, ‘আমাদের তরফ থেকে কোনও হামলা হয়নি।... শত্রুরা হামলা অব্যাহত রেখেছে আর আফগান নাগরিকদের রক্তপাত চালিয়ে যাচ্ছে।’

নাঙ্গাহার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানিস বলেন, হেরাসাকে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং খোজিয়ানি জেলায় আটজন সরকার সমর্থক যোদ্ধা নিহত হয়েছে। এসব লড়াইয়ে অন্তত ৩০ তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে তালেবানদের তরফে এই লড়াই সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি।